স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ছোট একটি শহরে কট্টর ডানপন্থি গোষ্ঠী, স্থানীয় বাসিন্দা ও উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। সম্প্রতি বয়স্ক এক ব্যক্তির ওপর অজ্ঞাত ব্যক্তিদের করা হামলাকে কেন্দ্র করে শনিবার রাত থেকে তোর্রে পাচেকো শহরে এ সংঘর্ষ শুরু হয়। স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর পাঁচজন আহত হয়েছেন। গত কয়েক দশকের মধ্যে এটিই স্থানীয়দের সঙ্গে অভিবাসীদের সবচেয়ে মারাত্মক সংঘর্ষের ঘটনা। রবিবার শহরের পরিস্থিতি শান্ত থাকলেও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সংঘর্ষে জড়িত আরও অনেককে গ্রেপ্তার করা হবে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, কট্টর ডানপন্থিদের প্রতীক লাগানো পোশাক পরা ব্যক্তি এবং মরক্কোর পতাকা বহনকারী অভিবাসীরা শনিবার রাতে পরস্পরের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারছেন। -রয়টার্স
এরপর থেকে ওই শহরটিতে তীব্র না হলেও সহিংসতা অব্যাহত আছে। গত বুধবার রাস্তায় এক বয়স্ক ব্যক্তি হামলার শিকার হয়ে আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও অভিবাসীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। কেন ওই বয়স্ক ব্যক্তির ওপর হামলা চালানো হয়েছিল তা পরিষ্কার হয়নি। এ ঘটনায় কেউ গ্রেপ্তারও হয়নি। তবে এই হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে স্পেনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্থানীয় প্রতিনিধি মারিওলা গেভারা। কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলো শহরে মিছিল করার পর তিনি ‘ঘৃণামূলক বক্তব্য’ ও ‘সহিংসতার প্ররোচনা’ দেওয়ার নিন্দা করেছেন। তিনি জানান, সহিংসতা প্রতিরোধ করতে সিভিল গার্ড বাহিনীর আরও কর্মকর্তাকে মোতায়েন করা হবে। স্থানীয় সরকারি তথ্য অনুযায়ী, তোর্রে পাচেকো শহরের এক-তৃতীয়াংশ মানুষ বিদেশি বংশো™ূ¢ত। মুরথিয়া অঞ্চলের এই শহরটির আশপাশের এলাকাগুলোতেও প্রচুর অভিবাসী বসবাস করেন। তারা স্থানীয় অর্থনীতির অন্যতম স্তম্ভ কৃষিখামারগুলোতে দিনমজুর হিসেবে কাজ করেন। মুরথিয়া অঞ্চলের ক্ষমতাসীন রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) সরকার সঙ্গীহীন অভিবাসী নাবালকদের আশ্রয় দেওয়ার জন্য আবাসন কেনার একটি প্রস্তাব বিবেচনায় নিয়েছিল। কিন্তু প্রায় দুই সপ্তাহ আগে ডানপন্থি ভক্সের হুমকির মুখে তারা পিছু হটে। কোনো প্রস্তাব পাস করে আইনে পরিণত করতে পিপি-র ভক্সের সমর্থন প্রয়োজন হয়। ২০০০ সালে মরক্কোর অভিবাসীরা তিন স্পেনীয় নাগরিককে হত্যা করার পর দক্ষিণ স্পেনের আলমেরিয়া অঞ্চলের ছোট শহর এল এখিদোয় অভিবাসীবিরোধী সহিংস প্রতিবাদ ছড়িয়ে পড়েছিল।-রয়টার্স