বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে শিশু-কিশোরদের সামনে অবাধে মাদক কারবার চলছে বলে সতর্ক করেছেন ডেনমার্কভিত্তিক গবেষণা সংস্থা ডিজিটাল্ট অ্যানসভার (Digitalt Ansvar)। গবেষণায় দেখা গেছে, স্ন্যাপচ্যাট প্ল্যাটফর্মে বিপুলসংখ্যক মাদক সম্পর্কিত প্রোফাইল প্রকাশ্যে রয়েছে, যার ফলে কোকেন, ওপিওয়েডস ও এমডিএমএর মতো মাদক কেনা সহজ হয়ে যাচ্ছে।
গবেষকরা ১৩ বছর বয়সী কিশোর-কিশোরীর প্রোফাইল ব্যবহার করে অনুসন্ধান চালান। এতে দেখা যায়, ‘কোক’ (coke), ‘উইড’ (weed) ও ‘মলি’ (molly) শব্দযুক্ত অসংখ্য প্রোফাইল সরাসরি মাদক কারবারের সঙ্গে যুক্ত। ৪০টি প্রোফাইল রিপোর্ট করার পর স্ন্যাপচ্যাট মাত্র ১০টি সরিয়েছে, বাকি ৩০টি রিপোর্ট বাতিল করা হয়েছে।
ডিজিটাল্ট অ্যানসভারের প্রধান নির্বাহী আস্ক হেসবি হোল্ম বলেন, “শিশুদের প্রোফাইলের মাধ্যমে স্ন্যাপচ্যাটই সরাসরি সন্দেহভাজন মাদককারবারির প্রোফাইল দেখাচ্ছে। প্রযুক্তিগত ঘাটতি নয়, বরং এটি ইচ্ছার অভাব।”
গবেষণায় আরও উঠে এসেছে, স্ন্যাপচ্যাটের সুপারিশ ব্যবস্থা (রেকমেন্ডেশন) মাদক কারবারিদের প্রোফাইল শিশুদের সামনে তুলে দিচ্ছে। পরীক্ষামূলক প্রোফাইলগুলোতে কয়েক ঘণ্টার মধ্যে ৭০টির মতো সন্দেহভাজন প্রোফাইল সুপারিশ করা হয়েছে।
স্ন্যাপচ্যাটের এক মুখপাত্র দাবি করেছেন, “আমাদের প্ল্যাটফর্মে মাদক কারবারের কোনো স্থান নেই। চিহ্নিত অ্যাকাউন্টগুলো অধিকাংশই আমরা আগে থেকেই নিষ্ক্রিয় করেছি এবং সব সরানো হয়েছে। আমরা প্রযুক্তি ব্যবহার করে মাদক কারবারিদের শনাক্ত করি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করি।”
ডিজিটাল্ট অ্যানসভারের পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল পরিষেবাসংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক