সফল পেশাগত জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক কর্মমুখী ও শিক্ষামূলক বিশেষ সেমিনারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদ। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দক্ষ ও আত্মবিশ্বাসী প্রার্থীর প্রয়োজনীয়তা অনুধাবন করে সেমিনারটি আয়োজন করা হয়।
সেমিনারে শিক্ষার্থীদের জন্য ‘প্রফেশনাল সিভি প্রস্তুতির কৌশল’ এবং ‘সাক্ষাৎকারে সফল হওয়ার কৌশল ও প্রস্তুতি’ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের বাস্তবিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন প্রফেসর ড. মো. মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন শিক্ষার্থীদের ক্যারিয়ার নির্মাণে সচেতনতা তৈরিতে সহায়তাকারী ‘সম্ভব টেকনোলজি লিমিটেড’ কোম্পানীর আওতাধীন ‘সম্ভব জবস’ উইং এর অ্যাসিসট্যান্ট ম্যানেজার আলী জামান।
সেমিনারে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার বলেন, ‘শিক্ষার্থীদের জীবনের প্রত্যাশিত চাওয়া হবে অনেক বড়। সততা ও সম্মানকে প্রাধান্য দিয়ে জীবনের সবক্ষেত্রে শিক্ষার্থীরা নিজ নিজ জায়গা থেকে এগিয়ে যাবে।’
বিডি প্রতিদিন/জামশেদ