সিলেটের জাফলংয়ে ঘুরতে গিয়ে পিয়াইন নদীতে তলিয়ে যাওয়া পর্যটকের সন্ধান এখনো মেলেনি। নিখোঁজের ২৪ ঘণ্টার বেশি সময় পার হলেও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তার সন্ধান পায়নি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় ডুবুরিরা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
নিখোঁজ পর্যটক আবু সুফিয়ান (২৬) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আবদুল হকের ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সাথে জাফলং বেড়াতে যান আবু সুফিয়ান। গোসল করতে নেমে তিনি তলিয়ে যান পিয়াইন নদীতে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা উদ্ধার তৎপরতা শুরু করেন। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তার সন্ধান মেলেনি।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ জুলাই জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে মুকিত আহমদ (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হন। পরে ২৭ জুলাই সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ