বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে দুই খেয়া পারাপারের দুই ট্রলারের সংঘর্ষে বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়াও ট্রলারের আরো দুই যাত্রী আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানিয়েছেন।
নিহত বীর মুক্তিযোদ্ধা হলেন আব্দুল মান্নান বেপারী (৮০) উপজেলার গরদ্বার এলাকার বাসিন্দা।
বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন, সন্ধ্যা নদীর পশ্চিম পাড় থেকে ট্রলারে পূর্ব পাড়ে বন্দরের উদ্দেশ্যে খেয়া পারাপারের ছোট ট্রলারে উঠেন। পূর্ব পাড় থেকে অপর একটি খেয়া ট্রলার পশি^ম পাড়ের ঘাটে যাচ্ছিলো। স্রোতের টানে দুই ট্রলারের সংঘর্ষ হয়। এতে ট্রলারের উপর পড়ে গিয়ে বীর মুক্তিযোদ্ধাসহ তিনজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে বীর মুক্তিযোদ্ধাকে মৃত ঘোষনা করা হয়। পরিবার কোন অভিযোগ না দিয়ে লাশ নিয়ে গেছেন।
ওসি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম