ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। অন্যদিকে ভারতীয় বিএসএফের হাতে আটক হওয়া ১১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বিজিবি মহেশপুর বাঘাডাংগা এলাকায় বিশেষ অভিযানে টুনু মিয়ার গোডাউনের পশ্চিম পাশে খড়ের গাদার ভেতর থেকে একটি দেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, বুধবার বিকেল ৫টার দিকে ভারতের ১১ জন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ফেরত দেয়। পরে তাঁদের জীবননগর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন
বিডি প্রতিদিন/এএম