সাঁতার প্রতিযোগিতার প্রশিক্ষণে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজারে এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া মাজেদ আহমদ বিয়ানীবাজার পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। সে বিয়ানীবাজার পৌরশহরের পণ্ডিতপাড়া গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আন্তঃক্লাস সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে স্কুলের পাশের একটি পুকুরে মাজেদসহ কয়েকজন শিক্ষার্থী সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে পুকুরের পানিতে তলিয়ে যায় মাজেদ। পরে উদ্ধার করে তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাজেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চখন্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন।
বিডি প্রতিদিন/এএম