নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম।
সভাপতির বক্তব্য দেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন মোহাম্মদ মোজাম্মেল হক, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন, বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সেমিনারের প্রারম্ভে স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক ও কো-অর্ডিনেটর মো. জাহিদ হাসান।
বিডি প্রতিদিন/আশিক