ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টি ও বন্যায় ১০ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির পর্যটকপ্রিয় দ্বীপ বালিতে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বন্যায় বালির রাজধানী দেনপাসারের প্রধান প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বাসিন্দাদের পাশাপাশি অনেক পর্যটকও বিপাকে পড়েছেন। এদিকে ইস্ট নুসা টেঙ্গারায় টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। -রয়টার্স
মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত টানা ভারী বর্ষণের কারণে বালির রাজধানী দেনপাসারে দুটি ভবন ধসে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে, দ্বীপের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান আই নিওম্যান সিদাকারইয়ার বরাত দিয়ে বলেছে বার্তা সংস্থা রয়টার্স। জেমব্রানা এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে, সেখান থেকে ৮৫ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে, গতকাল এমনটাই জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা। গতকালও বালিতে বন্যা অব্যাহত রয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সংস্থাটির প্রধান সুহারিয়ান্তো। নিওম্যান বলেছেন, দেনপাসারের কাছে দ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়াও সীমিত হয়ে পড়েছে, কারণ রাস্তায় এখন কেবল ট্রাকই চলছে। বন্যার কারণে বালির প্রধান প্রধান সড়কগুলোতে ব্যাপক যানজটের ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। পরিস্থিতি মোকাবিলায় প্রায় ২০০ উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে, বলেছে নিওম্যান। - রয়টার্স