একসময় বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ছিলেন সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী বিল গেটস। তবে তিনি এখন আর বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। তার মোট সম্পদ পুনঃগণনার পর সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গণনায় দেখা গেছে- বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে ১২ হাজার ৪০০ কোটি ডলারে নেমেছে। অর্থাৎ তার মোট সম্পদ কমেছে ৫ হাজার ১০০ কোটি ডলার। ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, বর্তমানে বৈশ্বিক ধনী ব্যক্তিদের তালিকায় ১২তম স্থানে আছেন বিল গেটস। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স বিশ্বের ১২ জন ধনীর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় যারা আছেন তারা হলেন- ১. ইলন মাস্ক, ২. মার্ক জাকারবার্গ, ৩. ল্যারি এলিসন, ৪. জেফ বেজোস, ৫. স্টিভ বালমার, ৬. ল্যারি পেইজ, ৭. বেরনার্ড আর্নল্ট, ৮. সের্গেই ব্রেইন, ৯. ওয়ারেন বাফেট, ১০. জেনসেন হুয়াং, ১১. মাইকেল ডেল ও ১২. বিল গেটস। - ব্লুমবার্গ