২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ভোট হলেই পশ্চিমবঙ্গ অনুপ্রবেশমুক্ত হবে। তিনি বলেন, আপনারা একবার ভোট দিন, তখনই অনুপ্রবেশকারী সব পালাতে থাকবে। মোদি গতকাল পশ্চিমবঙ্গ সফরে এসে কলকাতার দমদম কেন্দ্রীয় কারাগার ময়দানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি আরও বলেন, দিল্লির লালকেল্লা থেকে আমি দেশের একটা বড় চিন্তার কথা বলেছিলাম। অনুপ্রবেশকারীদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলেই এ চিন্তা আরও প্রকট হচ্ছে। কলকাতা তথা গোটা পশ্চিমবঙ্গের মানুষ সময়ের আগে চিন্তা-ভাবনা করেন। আজকাল আপনারা দেখেছেন, যে দেশকে উন্নত বলা হয়, যার কাছে ধনসম্পত্তির কোনো খামতি নেই- সেখানে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে দরদ উপচে পড়ছে। এ দেশ আর বেশিদিন অনুপ্রবেশকারীদের সহ্য করবে না।
সমাবেশে তিনি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলের জোট ইন্ডিয়ার শরিক দলগুলোর বিরুদ্ধে অনুপ্রবেশে মদত দেওয়া ও তোষণের অভিযোগ তোলেন। তিনি এ রাজ্যে ফের একবার পরিবর্তনের ডাক দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে পরিবর্তন জরুরি। স্বাধীনতার পর থেকে এ রাজ্যে প্রথমে কংগ্রেস, পরে বামরা দীর্ঘদিন রাজত্ব করেছিল। এরপরে ১৪ বছর আগে পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং মা-মাটি-মানুষের স্লোগানকে ভরসা করে তৃণমূলকে ক্ষমতায় এনেছেন। কিন্তু বিগত কংগ্রেস এবং বামদের চেয়ে তৃণমূলের শাসনামলে পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে।