ইরানের বিপ্লবী গার্ড কোর আইআরজিসিরি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেছেন, পরবর্তী ইসরায়েলি আগ্রাসনের বেলায় কোনো রেডলাইন মানবে না ইরান। নতুন যে কোনো আগ্রাসনের সরাসরি জবাব দেওয়া হবে।
নাইনি বলেন, যদি ইরানের বিরুদ্ধে নতুন আগ্রাসন শুরু হয় তাহলে ইরানের প্রতিক্রিয়া হবে ভয়াবহ এবং আমাদের কোনো রেডলাইন থাকবে না।
আল মায়াদিন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি বলেন, ইরানের বিরুদ্ধে ১২ দিনের আগ্রাসনে ইসরায়েলি সরকার তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের দ্রুত প্রতিক্রিয়া শত্রুদের হিসাব-নিকাশকে ব্যর্থ করে দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধে, শত্রুর লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের সক্ষমতা ধ্বংস করা। আইআরজিসির মুখপাত্র বলেন, শত্রু স্পষ্টভাবে ঘোষণা করেছে তারা ইরানকে আত্মসমর্পণ করতে এবং ভেঙে ফেলতে বাধ্য করার উদ্দেশ্যে যুদ্ধ শুরু করেছিল। নাইনি বলেন, আলোচনার মাধ্যমে লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর শত্রু ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করে। ইরানের শত্রুদের ইসলামি প্রজাতন্ত্র সম্পর্কে যথেষ্ট ধারণা নেই। -প্রেস টিভি