কানাডা সফরে গেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। দুই দিনের সফরে সোমবার দেশটির অটোয়া বিমানবন্দরে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ব্রিটেনের রাজা হওয়ার পর চার্লসের এটাই প্রথম কানাডা সফর। এদিন কানাডায় পৌঁছানোর পরপরই দেশটির সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন রাজা চার্লস। এ সময় কার্নি তার এ সফরের প্রশংসা করেন।
সফরের শেষ দিন গতকাল কানাডার পার্লামেন্টে রাজা তৃতীয় চার্লসের গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির বিরোধ ইস্যুতে কানাডার প্রতি সমর্থন জানাবেন বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়লাভের পর সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মার্ক কার্নি রাজাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
এদিকে অটোয়ার রোদে বেশ আরামদায়ক পরিবেশেই রাজা একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। উৎসুক দর্শকরা তাকে অভ্যর্থনা জানান, উল্লাস প্রকাশ করেন এবং রাজার সঙ্গে করমর্দনের জন্য ভিড় জমান। এ সময় অন্টারিওর মিসিসাগার বাসিন্দা তেরেসা ম্যাকনাইট বলেন, ‘কানাডা হুমকি ও ভয় অনুভব করছে। রাজার এখানে সফরে আসা খুবই গুরুত্বপূর্ণ।’ তার বোন টরন্টোর বাসিন্দা ডায়ান সেন্ট লুইস একমত পোষণ করে বলেন, ‘এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কানাডিয়ানদের পাশে রাজার দাঁড়ানো অনেক গুরুত্বপূর্ণ।’ বিবিসি বাংলা।