দিল্লিসহ বিজেপি শাসিত রাজ্যগুলোতে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার ও হেনস্তার অভিযোগ আগেই উঠেছে। এবার সেসব পরিযায়ী শ্রমিককে পশ্চিমবঙ্গে ফিরিয়ে এনে তাদের সুযোগসুবিধা দিতে ‘শ্রমশ্রী’ প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের ক্যাবিনেট বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। পরে রাজ্য সরকারের সচিবালয় থেকে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন ‘বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন এবং সেখানে অত্যাচারের শিকার হয়ে যারা অসহায় অবস্থায় বাংলায় ফিরে আসছেন, তাদের ব্যাপারে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে। সেসব পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে এনে তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। সেটি হচ্ছে শ্রমশ্রী প্রকল্প।’ মুখ্যমন্ত্রীর অভিযোগ, ‘বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। সেক্ষেত্রে কখনো বাংলাদেশে পুশব্যাক করে দেওয়া হচ্ছে, কখনো কারাগারে প্রেরণ করা হচ্ছে, কখনো আবার থানায় নিয়ে হেনস্তা করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য এখনো পর্যন্ত ২২ লাখ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা হেনস্তার শিকার হয়েছেন।’
এ সময় তিনি বলেন, ‘নতুন এই ‘শ্রমশ্রী’ প্রকল্পের কাজ হলো ওইসব পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনা এবং নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করা। যারা ফিরে আসবেন তাদের এককালীন ভ্রমণ সহায়তাসহ ৫ হাজার রুপি দেব। তাকে খাদ্যসাথী কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে। সেসব শ্রমিকের যদি নিজের বাড়ি না থাকে তবে কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় সরকারি স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যে ফিরে আসার পর আগামী এক বছর নতুন কাজে যুক্ত না হওয়া অবধি মাসিক ৫ হাজার রুপি করে দেওয়া হবে। এ ব্যাপারে রাজ্যের শ্রম দপ্তরকে নোডাল ডিপার্টমেন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে এবং গোটা বিষয়টি পর্যবেক্ষণ করবেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ।