ভারতের উপরাষ্ট্রপতি পদে কেন্দ্রের ক্ষমতাসীন জাতীয় গণতান্ত্রিক মোর্চার (এনডিএ) প্রার্থী হয়েছেন মহারাষ্ট্রের রাজ্যপাল এবং সিনিয়র বিজেপি নেতা চন্দ্রপুরম পোন্নুস্বামী (সিপি) রাধাকৃষ্ণণ। দিল্লিতে গত রবিবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে তাঁকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী উপরাষ্ট্রপতি পদে যদি সিপি রাধাকৃষ্ণণ জয়ী হন, তবে তিনি জগদীপ ধনকরের স্থলাভিষিক্ত হবেন। কারণ স্বাস্থ্যের কারণ দেখিয়ে গত মাসে ওই পদ থেকে ইস্তফা দেন ধনকর। প্রসঙ্গত, সংসদের রাজ্যসভা এবং লোকসভা উভয় কক্ষের সম্মিলিত সংখ্যাগরিষ্ঠতা ৭৮৬। উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে সেই প্রার্থীকে ৩৯৪টি ভোট পেতে হবে। সেক্ষেত্রে উভয় কক্ষে এনডিএ-এর সম্মিলিত সংখ্যা ৪২২টি, এর মধ্যে লোকসভায় ২৯৩ এবং রাজ্যসভায় ১২৯ জন সদস্য। ফলে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হলে এনডিএ প্রার্থীর জয়ের সম্ভাবনাই বেশি।
সর্বসম্মতভাবে রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনীত করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন ‘জনজীবনে তাঁর দীর্ঘ বছর ধরে, সিপি রাধাকৃষ্ণণ তাঁর নিষ্ঠা, নম্রতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন। বিভিন্ন পদে অধিষ্ঠিত থাকাকালীন সময়ে, তিনি সর্বদা সমাজসেবা এবং প্রান্তিক মানুষের ক্ষমতায়নের ওপর মনোনিবেশ করেছেন। তিনি তামিলনাড়ুর তৃণমূল স্তরে ব্যাপক কাজ করেছেন। আমি আনন্দিত যে এনডিএ পরিবার তাকে আমাদের জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নিয়েছে।’ জবাবে প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন উপরাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ।
এদিকে এরই মধ্যে এনডিএ নেতাদের মধ্যে রাধাকৃষ্ণণকে সমর্থন করেছেন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসোয়ান, রাষ্ট্রীয় লোকদলের জয়ন্ত সিং, জনসেনা পার্টির প্রধান পবন কল্যাণ, তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা নেতা জিতেন রাম মাঝি প্রমুখ।