প্রাণঘাতী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর অবশেষে ভ্যাটিকানে নিজ বাসভবনে ফিরেছেন পোপ ফ্রান্সিস। স্থানীয় সময় রবিবার রোমের জেমিলি হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের বারান্দা থেকে সবার উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। সেই সময় তিনি একটি হুইলচেয়ারে বসেছিলেন। শাসযন্ত্র-সংক্রান্ত সংক্রমণের কারণে গত ১৪ ফেব্রুয়ারি পোপ ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার চিকিৎসক সার্জিও আলফিয়েরি বলেছেন, পোপ খুব খুশি যে, তাঁর স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়েছে। আলফিয়েরি সতর্ক করে বলেন, তাঁকে সুস্থ হতে এখনো ‘কমপক্ষে দুই মাস’ সময় লাগবে। যুবক বয়সে পোপের ফুসফুসের একাংশ অপসারণ করা হয়েছিল। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮ বছর বয়সি পোপ উভয় ফুসফুসে নিউমোনিয়ায় ভুগছেন। ধারাবাহিক শ্বাসকষ্টের পর এখন তাঁর শ্বাস-প্রশ্বাসের উন্নতি হয়েছে। সম্প্রতি ভ্যাটিকান ফ্রান্সিসের বিপদ কেটে যাওয়ার ইঙ্গিত দিয়েছে। -এপি