কানাডার বিদায়ি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি শিগগিরই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের মধ্যে ট্রুডোর এ উত্তরসূরি পার্টির প্রধান এবং সরকারপ্রধান দুইই হবেন। ট্রুডো ৯ বছর ক্ষমতায় থাকার পর গত জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দেওয়ার পরই কানাডায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন নেতা বেছে নিচ্ছে লিবারেল পার্টি। ভোটাভুটির মাধ্যমে এই নেতা বেছে নেওয়া হচ্ছে। ট্রুডোর উত্তরসূরি হওয়ার দৌড়ে আছেন চারজন। তাদের মধ্যে এ পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন সাবেক সেন্ট্রাল ব্যাঙ্ক কর্মকর্তা মার্ক কার্নে। দ্বিতীয় সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া।
ফ্রিল্যান্ড। ক্রিস্টিয়া গত ডিসেম্বরে ট্রুডোর মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। তার পর থেকেই ট্রুডোর বিরুদ্ধে মন্ত্রিসভায় এবং তাঁর দলের ভিতরে অসন্তোষ প্রকট হয়েছিল। যার জেরে জানুয়ারিতে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ট্রুডো।
যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে কানাডার বিরুদ্ধে একের পর এক হুমকি দিয়ে এসেছেন। কখনো কানাডা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।