ইসরায়েলি কারাগারে সবচেয়ে বেশি সময় কাটানো ফিলিস্তিনি নায়েল বারগুতি। তিনি এখন বার্ধক্যে উপনীত। ৬৭ বছর বয়সি এ মানুষটি শেষমেশ মুক্তি পেয়েছেন। তবে এর আগে তার জীবনের প্রায় দুই-তৃতীয়াংশ সময়ই কেটেছে ইসরায়েলের কারাগারে বন্দি থেকে। ফিলিস্তিনি নাগরিক নায়েল হলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে কাটানো রাজনীতিক। ফিলিস্তিনি বন্দিদের ‘ডিন’ (প্রধান) হিসেবেও পরিচিত তিনি। বয়স আর দুঃসহ কারাজীবনে অনেকটা নাজুক হয়ে পড়া নায়েলকে গত বৃহস্পতিবার মুক্তি দেয় ইসরায়েল।
বারগুতি ৪৫ বছর ইসরায়েলি কারাগারে থেকেছেন। এর মধ্যে একটানা কেটেছে ৩৪ বছর। আর এর মধ্য দিয়ে বিশ্বে সবচেয়ে দীর্ঘ সময় কারাগারে থাকা রাজনীতিবিদ হিসেবে ২০০৯ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম উঠেছে।