জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির জন্য ভূমিকা না রাখলেও আফ্রিকাকেই এ জন্য চরম মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন। শনিবার (২২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ নেতাদের শীর্ষ সম্মেলনে প্রথম দিনে তিনি এ মন্তব্য করেন।
গুতেরেস বলেন, বিশ্ব ইতোমধ্যেই ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ফলে সাময়িকভাবে এ সীমা অতিক্রম করে গেছে। এখন এটিকে যতটা সম্ভব ছোট, স্বল্পমেয়াদি ও নিরাপদ রাখতে হবে।
মহাসটিব বলেন, যেভাবেই হোক ভয়াবহ পরিণতি আসবেই। আরও তীব্র দাবদাহ, বন্যা, ঘূর্ণিঝড় ও খাদ্যসংকটের বিষয়ে সতর্কা করেন মহাসচিব। পাশাপাশি জলবায়ু সংকট মোকাবিলায় তহবলি বৃদ্ধির আহ্বান জানান তিনি।
গুতেরেস জি-২০ দেশগুলোর নেতৃত্ব ও সহায়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, একটি সহনশীল বিশ্ব গড়তে অভিযোজন ঘাটতি দূর করা জরুরি। যা জলবায়ু ন্যায়বিচারের অন্যতম শর্ত। ২০৩০ সালের মধ্যে তহবিল তিন গুণ করার লক্ষ্য নির্ধারণের কথা বলেন জাতিসংঘ মহাসচিব।
জাতিসংঘ মহাসচিব বলেন, গত বছর নতুন বিদ্যুৎ উৎপাদনের ৯০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে এসেছে। প্রায় প্রতিটি দেশেই নবায়নযোগ্য জ্বালানিকে নতুন বিদ্যুতের সবচেয়ে সস্তা উৎস হিসেবে বেছে নিয়েছে।
এই অবস্থা থেকে সকল দেশের সুবিধা নিশ্চিত করার জন্য উন্নয়নশীল দেশগুলিকে গ্রিড, সঞ্চয়স্থান এবং দক্ষতা এবং রূপান্তরের ফলে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও সম্প্রদায়ের জন্য সহায়তা প্রদানে বিনিয়োগ ও প্রযুক্তিতে অর্থায়নের বাড়ানোর ওপর জোর দেনি তিনি।
সূত্র: আনাদুলো এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল