সারাদেশে ভূমিকম্পের পর উদ্ভূত পরিস্থিতিতে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ চলতি মাসের ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার কলেজের অধ্যক্ষ ডা. মাজহারুল ইসলাম শাহীন এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভূমিকম্পের পর শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত করা হয়েছে।
কলেজের পক্ষ থেকে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা এখনও হলে অবস্থান করছেন। এ বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘দেশজুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কলেজ বন্ধ রাখা হয়েছে। হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে, তবে অনেক শিক্ষার্থী এখনো হলে রয়েছেন।’
অধ্যক্ষের ভাষ্য, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত জানানো হবে।
বিডি প্রতিদিন/আরাফাত