ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক আম্পায়ার খিজার হায়াত মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর লাহোরে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের এই আম্পায়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিবারের বরাত দিয়ে এই খবর জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার।
খিজার হায়াত আম্পায়ারিংয়ের আগে রেলওয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। আম্পায়ার ক্যারিয়ার শুরু করেন ১৯৭০ এর দিকে।
অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে দায়িত্ব পালন করা এই আম্পায়ার পরে আরও ৩৩ টেস্টে আম্পায়ারিং করেছেন। ওয়ানডেতে আম্পায়ারিং করেছেন ৫৭ ম্যাচে। ঘরোয়া ক্রিকেট তো ছিলই। এই ভূমিকা থেকে অবসরের পর তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) দায়িত্ব নেন। পিসিবিতে সাধারণ ম্যানেজার, আম্পায়ার ও রেফারি হিসেবে কাজ করেছেন তিনি।
বিডি প্রতিদিন/কেএ