চট্টগ্রাম নগরীর চকবাজার থানার শৌচাগার থেকে মো. অহিদুর রহমান নামের পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। নিহত অহিদুরের বাড়ি নোয়াখালীর কবিরহাট থানা এলাকায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর জানান, শনিবার রাতে ডিউটি শেষে সকাল নয়টার দিকে থানার ব্যারাকের শৌচাগারে যান অহিদুর। কিছুক্ষণ পর আরেকজন পুলিশ সদস্য শৌচাগারে যেতে চাইলে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ করা। অনেক্ষণ ডাকাডাকির পর না দরজা না খোলায় পরে দরজা ভেঙ্গে দেখা যায় অহিদুর গলায় গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার ওসি (তদন্ত) নাজের হোসাইন জানান, অহিদুর এর আগে বরিশালে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে রাখা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম