চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট দর্জিবাড়ি এলাকায় ডাকাতিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার ৫ দিন পর ফারজানা আক্তার ফাতেমা (১২) নামে এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ওসি এএসএম ইকবাল হোসেন।
ফারজানা শহরের ৫ নং কয়লাঘাট আবুল মিজির ভাড়াটিয়া মো. আলী হোসেন মৃধার মেয়ে। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার কাউনিয়া থানার পশ্চিম কাউনিয়া গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে একজন জেলে কচুরিপানার সঙ্গে কিশোরীর মরদেহ দেখে নদীপাড়ের লোকজনকে জানায়। তারা বিষয়টি থানায় অবহিত করলে নৌ পুলিশ এসে দুপুরে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে। পরে ওই কিশোরীর পিতা আলী হোসেন ঘটনাস্থলে এসে তার পোশাক দেখে মরদেহ সনাক্ত করেন।
আলী হোসেন বলেন, গত বুধবার বিকেলে তার মেয়ে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়।
চাঁদপুর নৌ থানার এসআই বিল্লাল হোসেন আজাদ বলেন, বুধবার সন্ধ্যায় মেঘনা নদীর পুরান বাজার এলাকায় ট্রলার চালক মনির হোসেন ফারজানাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনার পর পাশের ট্রলারের চালকেরা মনিরকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। বর্তমানে মনির কারাগারে রয়েছেন।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম ইকবাল হোসেন বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া