সন্ত্রাসবিরোধী আইনে মাদারীপুরের কালকিনি উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল ফরাজীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার গভীররাতে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রেজাউল ফরাজী পৌর এলাকার উত্তর রাজদী গ্রামের ছত্তার ফরাজীর ছেলে। পুলিশ জানিয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই রেজাউল এলাকা ছেড়ে গাঁ ঢাকা দিয়ে থাকতেন। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।
কালকিনি থানার ওসি কেএম সোহেল রানা জানান, রেজাউল ফরাজীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই