মাদারীপুরের ডাসারে বই পড়ার সংস্কৃতিতে যুক্ত হলো এক নতুন মাত্রা। “সেলুনেও বই পড়া যায়”— এমন এক অভিনব ধারণাকে বাস্তবে রূপ দিয়েছে সৈয়দা ইরন নাহার পাঠাগার। উপজেলার পূর্ব ডাসার এলাকায় শুক্রবার বিকেলে পাঠাগারের আয়োজনে সেলুন ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় বই, বুকসেলফ ও টি-শার্ট—যাতে গ্রাহকরা চুল কাটার অপেক্ষায়ও বই হাতে নিতে পারেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন। প্রধান অতিথি ছিলেন ডি.কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলমগীর হোসেন, মোহাম্মদ দিদার হোসেন, ধীরেন্দ্রনাথ ভক্ত, বিভূতিভূষণ মালো ও ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম।
প্রধান অতিথি বলেন, “ইরন নাহার পাঠাগারের এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। অনেকেই সেলুনে গিয়ে সময় নষ্ট করে, অথচ সেই সময়টি বইয়ের সঙ্গে কাটালে জ্ঞানের পরিধি বাড়ে। বইই মানুষের প্রকৃত বন্ধু।”
অনুষ্ঠানে উপজেলার চারজন সেলুন ব্যবসায়ীর মাঝে “সেলুন লাইব্রেরি” প্রকল্পের আওতায় বই, বুকসেলফ ও টি-শার্ট বিতরণ করা হয়।
ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম জানান, পাঠাগারের এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই আশা করছেন, “সেলুন লাইব্রেরি” প্রকল্পটি ডাসারের গণ্ডি পেরিয়ে একদিন পুরো মাদারীপুর জেলায় ছড়িয়ে পড়বে—জ্ঞানের আলোয় আলোকিত করবে নতুন প্রজন্মকে।
বিডি প্রতিদিন/আশিক