ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে শুরু হওয়া র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নবীনগর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সহ-সভাপতি মো. লিয়াকত আলী, জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, উপজেলা বিএনপির সহসভাপতি ইবনুল হাসান সবুজসহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল