দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হওয়া 'লজ্জাজনক' আখ্যা দিয়ে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এ সম্মেলনে অংশগ্রহণ করবেন না। তার দাবি, দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। যার কারণেই এ সিদ্ধান্ত।
ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় ডাচ, ফরাসি ও জার্মান অভিবাসীদের বংশধর-- আফ্রিকানাররা হত্যার শিকার হচ্ছেন। তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করে নেওয়া হচ্ছে।
ট্রাম্প দাবি করেছেন, দেশটির কৃষ্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠরা তাদের বর্ণের জন্য নিপীড়নের শিকার হচ্ছেন। যদিও দক্ষিণ আফ্রিকার সরকার এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, এই মানবাধিকার লঙ্ঘন চলতে থাকলে, মার্কিন সরকারি কর্মকর্তারা দেশটিতে এরকম কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছ থেকে আগামী বছরের জন্য জি-২০ সভাপতিত্বের দায়িত্ব নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, মিয়ামিতে ২০২৬ সালের জি-২০ আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ট্রাম্প এর আগে দক্ষিণ আফ্রিকার ভূমিনীতি এবং দেশটির পক্ষ থেকে গাজায় ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উত্থাপন নিয়েও তীব্র সমালোচনা করেছেন।
জি-২০ (G-20) সম্মেলন হলো বিশ্বের বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর বার্ষিক শীর্ষ বৈঠক। এখানে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন, ভূরাজনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সদস্য দেশগুলোর কোনো একটি দেশ প্রতিবছর সম্মেলন আয়োজন করে।
সূত্র: রয়টার্স
বিডি-প্রতিদিন/এমই