কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা থেকে এ সব পণ্য জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান জানান, সকালে সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শালসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা।
তিনি আরও জানান, উদ্ধারকৃত পণ্যসমূহ কুমিল্লা কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/আশফাক