গাইবান্ধায় বাস টার্মিনালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগীতায় এ কার্যক্রমের আয়োজন করে বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। জনসাধারণের সুস্বাস্থ্য, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
এসময় স্বেচ্ছাসেবীরা টার্মিনাল এলাকার বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি পথচারী ও যাত্রীদের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান। নগরীর গণপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হিসেবে বাস টার্মিনালকে পরিচ্ছন্ন রাখা স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতেও গাইবান্ধাকে পরিচ্ছন্ন ও সুস্থ রাখতে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে স্বেচ্ছাসেবী ও সহযোগী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান আয়োজনকারীরা।
এসময় উপস্থিত ছিলেন- বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ, জেরিন আক্তার, লিওন সোহান , পিয়াস, মারুফা, রিয়া, মিম, স্মৃতি ও তমা।
বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, এই কার্যক্রমের লক্ষ্য ছিল- গণপরিবহন কেন্দ্রিক পরিবেশকে পরিচ্ছন্ন রাখা, জনসচেতনতা বৃদ্ধি করা এবং যুবসমাজের মধ্যে স্বেচ্ছাসেবী নেতৃত্ব, দায়িত্ববোধ এবং পরিবেশ সংরক্ষণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। তিনি বলেন, স্বেচ্ছাসেবীরা প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা সংগ্রহ করেন এবং পথচারী ও যাত্রীদের নিজেদের আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখতে উৎসাহিত করেন।
বিডি প্রতিদিন/হিমেল