রাজবাড়ীর পাংশায় র্যাব পরিচয়ে মুরগিভর্তি পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে জুয়েল (৪০) এবং গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তাপস কুমার পাল গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার পলশাবাড়ি মোড় এলাকা থেকে জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে লিমন মিয়াকে আটক করা হয়। লিমনের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি বরিশালের রূপাতলি এলাকা থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জানা যায়, গত সোমবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থেকে সোনালি মুরগি বোঝাই একটি কাভার্ডভ্যান ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন মঙ্গলবার ভোরে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ‘র্যাব’ লেখা একটি সাদা মাইক্রোবাস তাদের গতিরোধ করে।
পরে মাইক্রোবাস থেকে ১০–১২ জন নেমে এসে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে চালক, সহকারী ও লাইনম্যানের হাত, মুখ ও চোখ স্কচটেপ দিয়ে বেঁধে ফেলে কাভার্ডভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার তিন দিন পর, বৃহস্পতিবার রাতে কাভার্ডভ্যানটির মালিক মো. হাসানুজ্জামান পাংশা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় ১৩-১৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
পুলিশ জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/জামশেদ