হলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান সম্প্রতি জানিয়েছেন, তিনি বিরল এক মস্তিষ্কজনিত রোগে ভুগছেন। নিজের রিয়েলিটি শো ‘দ্য কার্দাশিয়ানস’-এর সপ্তম মৌসুমের প্রথম পর্বেই বিষয়টি সামনে আসে।
৪৫ বছর বয়সী কিম জানান, বেশ কিছুদিন ধরে তিনি তীব্র মাথাব্যথায় ভুগছেন। নিয়মিত ওষুধ খাওয়ার পরও অবস্থার উন্নতি হচ্ছিল না। পরে চিকিৎসকদের পরামর্শে মস্তিষ্কের স্ক্যান করালে ধরা পড়ে, তার মস্তিষ্কে একটি ‘ব্রেন অ্যানিউরিজম’ রয়েছে।
‘ব্রেন অ্যানিউরিজম’ হলো এমন এক জটিল শারীরিক সমস্যা, যা অনেক সময় শরীরের ভেতর অজান্তেই তৈরি হয় এবং দীর্ঘদিন কোনো উপসর্গ ছাড়াই থেকে যেতে পারে। তবে এটি ফেটে গেলে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে, অনেক সময় বাঁচানোও সম্ভব হয় না।
সম্প্রতি প্রচারিত ‘ফিলস লাইক দ্য ওল্ড ডেজ’ শিরোনামের পর্বে দেখা যায়, কিম স্ক্যানের মনিটরে নিজের রিপোর্ট দেখছেন। তখন তিনি বলেন, “একটা ছোট অ্যানিউরিজম আছে।” পাশে থাকা তার বোন কোর্টনি কার্দাশিয়ান বার্কার এ কথা শুনে বিস্মিত হয়ে পড়েন।
ডাক্তারের সঙ্গে আলাপের সময় কিম জানান, চিকিৎসকরা ধারণা করছেন এটি অতিরিক্ত মানসিক চাপ থেকে হতে পারে। তিনি আরও বলেন, “এই সপ্তাহটা আমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি।”
কিমের এই খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ভক্তরা প্রিয় তারকার দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তার টাইমলাইন।
বিডি-প্রতিদিন/তানিয়া