গাজীপুর সাফারি পার্কে টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে পার্কের শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রাণীটি মারা গেলেও বিষয়টি শনিবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে জানানো হয়।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন ধরে জিরাফটি টিবিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। প্রাণীটিকে বাঁচাতে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়, তবে তাদের সর্বশেষ প্রচেষ্টাও ব্যর্থ হয়। বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটির মৃত্যু হয়।
তিনি আরও জানান, মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করে পার্কের ভেতরেই মাটি চাপা দেওয়া হয়েছে। এই মৃত্যুর পর সাফারি পার্কটি সম্পূর্ণভাবে জিরাফশূন্য হয়ে পড়েছে।
পার্ক কর্তৃপক্ষ জানায়, জিরাফটির মৃত্যুর ঘটনায় গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে সাফারি পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে আন্তর্জাতিক প্রাণী বিপণন প্রতিষ্ঠান ‘ফ্যালকন ট্রেডার্স’-এর মাধ্যমে ১০টি জিরাফ আমদানি করা হয়। পরবর্তীতে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে পার্কে আরও চারটি জিরাফের বাচ্চা জন্ম নেয়।
তবে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকটি জিরাফ মারা যায়। সর্বশেষ যে স্ত্রী জিরাফটি বেঁচে ছিল, তার মৃত্যুর মধ্য দিয়ে গাজীপুর সাফারি পার্কে জিরাফের উপস্থিতি এখন শূন্য বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
বিডি-প্রতিদিন/জামশেদ