সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। এ সময় আটক করা হয়েছে ৫০ জন জেলেকে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে মৎস্য বিভাগের নেতৃত্বে এবং কোস্ট গার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় দেশের অন্যান্য এলাকার মতো হাতিয়াতেও শনিবার (২৫ অক্টোবর) পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে চারটি ট্রলারে করে কিছু জেলে মেঘনা নদীতে মাছ ধরছিল। গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ট্রলারগুলোসহ ৫০ জন জেলেকে আটক করেন।
অভিযানে ট্রলারগুলো থেকে প্রায় ১৫ মণ ইলিশ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান জানান, আটক জেলেদের এক লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মা ইলিশ রক্ষায় এই অভিযান শনিবার পর্যন্ত চলবে।
তিনি আরও জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ার এক দিন আগে নদীতে মাছ ধরায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ২৫ অক্টোবর মধ্যরাত থেকে জেলেরা নদী ও সাগরে নামতে পারবেন। কিন্তু এক দিন আগে নামায় তারা জরিমানার মুখোমুখি হয়েছেন। এই সময়ে মা ইলিশ ধরা পড়লে আগামী বছরের উৎপাদন ব্যাপকভাবে কমে যেতে পারে।
বিডি-প্রতিদিন/মাইনুল