নোয়াখালীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘অদম্য নারী উদ্যোক্তা মেলা’। মেলায় শীতকালীন পিঠা উৎসবের পাশাপাশি দেশীয় হস্তশিল্প, নকশিকাঁথা, পোশাক ও নানান রকম স্থানীয় পণ্যের প্রদর্শনী স্থান পেয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কেক কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদী গুড হাসপাতালের সিনিয়র চিকিৎসক ও ‘অটিজম ওয়েলফেয়ার’-এর পরিচালক ডা. তারানা হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অদম্য নারী উদ্যোক্তা মেলার পরিচালক ও ‘ওমেন্স প্রায়োরিটি ফিটনেস ওয়ার্ল্ড’-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রশিক্ষক সালমা জাহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নোয়াখালী জেলা জামে মসজিদ মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ মেলায় স্থানীয় তরুণ নারী উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। মেলায় মোট ৩০টি স্টল রয়েছে, যেখানে বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
আয়োজক ও উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলার মাধ্যমে একদিকে নতুন নারী উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে বেকারত্ব দূরীকরণে সহায়ক হবে। এমন উদ্যোগে অংশ নিতে পেরে উদ্যোক্তা ও আগত দর্শনার্থীরা আনন্দ প্রকাশ করেছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ