বহু সুপারহিট গান রয়েছে বলিউড সিনেমার গায়ক-সুরকার সচিন সাংঘভির। তার মধ্যে ‘স্ত্রী ২’ সিনেমায় ‘আজ কি রাত’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। তবে বিখ্যাত এই সুরকারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন এক নারী।
ওই নারীর অভিযোগ, ইনস্টাগ্রামে সচিনের সঙ্গে পরিচয়, কথাবার্তা তারপর দেখা-সাক্ষাৎ। একদিন নিজের স্টুডিওতে বিয়ের প্রস্তাব দেন বলিউডের এই সুরকার।
পরবর্তী সময়ে দিনের পর দিন যৌন হেনস্তা চালিয়ে গেছেন। তার ভিত্তিতেই সচীন সাংঘভিকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই জামিন পান সুরকার।
বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় গ্রেফতার করা হয় তাকে। পুলিশ বিষয়টির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। খ্যাতনামা গায়ক-সুরকারের গ্রেফতার হওয়ার খবর সামনেই আসতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।