গাজা যুদ্ধের অবসান নিয়ে সোমবার মিসরের শার্ম আল শেখে শান্তি বৈঠকে বসেছিলেন বিশ্বনেতারা। এ সময় ধূমপান নিয়ে আলোচনায় জড়িয়ে পড়েন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বৈঠকের ফাঁকে এরদোয়ান হেসে মেলোনিকে বলেন- আপনাকে বিমান থেকে নামতে দেখেছি—দারুণ লাগছিল। কিন্তু আমি আপনাকে ধূমপান ছাড়াতে চাই।
এ সময় পাশে থাকা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এরদোয়ানের কথা শুনে হেসে উঠে বলেন, “অসম্ভব!”
এরদোয়ানের পরামর্শ শুনে মেলোনি ঠাট্টাচ্ছলে জবাব দেন, “জানি, জানি... কিন্তু ধূমপান ছাড়লে হয়তো আমি কম মিশুক হয়ে যাব।” সূত্র: পলিটিকো, এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ