এবার নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেস ডাবের পরিবর্তে শাপলা প্রতীকের জন্য নির্বাচন কমিশনের কাছে আবদার করেছে। গতকাল নির্বাচন কমিশনে দলটির মহাসচিব মো. ইয়ারুল ইসলাম শাপলা প্রতীক চেয়ে আবেদন করেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যখন শাপলা প্রতীক দাবি করে আসছে, তখন আরও একটি দল শাপলা প্রতীকের দাবি জানাল নির্বাচন কমিশনে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরাই শাপলা প্রতীকের প্রথম দাবিদার। এখন নির্বাচন কমিশন কাউকে এ প্রতীক বরাদ্দ দিলে প্রথমেই বাংলাদেশ কংগ্রেসকে দিতে হবে। এ জন্যই আমরা আবেদন করেছি। ২০১৯ সালের ৯ মে ৪৪তম রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ কংগ্রেসকে ডাব প্রতীকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার বরাবর দেওয়া আবেদনে দলটি জানায়, ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ কংগ্রেস তার রাজনৈতিক পরিচয়ের প্রতীক হিসেবে ‘শাপলা’ ব্যবহার করে আসছে। দলের প্রথম প্রচারপত্র থেকে শুরু করে ব্যানার, পোস্টার, দলীয় লোগো-সর্বত্রই শাপলার উপস্থিতি রয়েছে। পরবর্তীতে ২০১৭ সালে নিবন্ধনের সময় নির্বাচন কমিশন জানায়, শাপলা যেহেতু জাতীয় প্রতীক, তাই এটি দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করা যাবে না। কমিশনের সেই নির্দেশনা মেনে কংগ্রেস ‘বই’ প্রতীক প্রস্তাব করে আবেদন জমা দেয়। তবে আবেদনপত্র ও দলীয় লোগোতে তখনও শাপলা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশনার পর দলটির নিবন্ধন দেওয়া হলে, কংগ্রেস ‘বই’ প্রতীক দাবি করলেও গেজেটভুক্ত না থাকায় অবশেষে দলটিকে ‘ডাব’ প্রতীক নিতে হয়।