এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাপাইনবাবগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েকদিন ধরে বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের সমর্থক সেলিমের সাথে অপর বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থক মিজানের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষ দেশি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে গেলেও সংঘর্ষকারীদের বাধায় পুলিশ নিরাপদ দূরত্বে অবস্থান নেয়।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ অবস্থান করছে।
বিডি প্রতিদিন/এমআই