শিক্ষকদের উপর পুলিশের হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেন।
প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, একই কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপু, নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা প্রমুখ।
বক্তারা বলেন, ২০ ভাগ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ ভাগ বর্ধিতকরণের শান্তিপূর্ণ আন্দালনে শিক্ষকদের উপর হামলা শিক্ষকসমাজ মেনে নেবে না। তারা অবিলম্বে শিক্ষকদের দাবি মেনে নিয়ে হামলার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই