ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে মিসরে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরব ও ইউরোপের নেতারা এ সম্মেলনে যোগ দেন।
সম্মেলনের শুরুতে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তখন তিনি উপস্থিত নেতাদের সম্পর্কে কথা বলছিলেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়েও কথা বলেন তিনি। এ সময় তাকে ‘সুন্দরী’ হিসেবে অভিহিত করে প্রসংসা করেন ট্রাম্প। যেটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এতে ট্রাম্পকে বলতে শোনা যায়, “আমাদের একজন তরুণী আছেন, সুন্দরী তরুণী। যুক্তরাষ্ট্রে আমি কোনও নারীকে সুন্দরী বলতে পারব না। কারণ সেখানে আপনি কাউকে সুন্দরী বললে আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”
“কিন্তু আমি (এখানে) একটি সুযোগ নেব।” পেছনে দাঁড়িয়ে থাকা মেলোনির দিকে ঘুরে ট্রাম্প বলেন, “এই হলেন সুন্দরী তরুণী। আপনাকে সুন্দরী বলায় রাগ করেননি, ঠিক না? কারণ আপনি সুন্দরী। এখানে আসায় আপনাকে ধন্যবাদ। কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকে বলছেন, সবার সামনে এমন বন্দনায় মোটেও স্বস্তিতে ছিলেন না মেলোনি। তার চোখেমুখে অস্বস্তির ছাপ ছিল।
যদিও ট্রাম্প যখন প্রশংসা করছিলেন তখন তিনি হাতের ইশারায় তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন।
এরআগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে মেলোনির একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মেলোনিকে এরদোয়ান বলছেন, তিনি যেন ধূমপান ছেড়ে দেন। সূত্র: ফ্রান্স২৪, এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ