জেন-জি আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট অঁদ্রি রাজোয়েলিনা। তবে হঠাৎ ফেসবুকে লাইভে এসে নিজের পদত্যাগ ও বিক্ষোভ নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন তিনি। রাজনীতিক এবং সেনাবাহিনীর বিরুদ্ধে তাকে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন রাজোয়েলিনা।
বর্তমানে তিনি ‘নিরাপদ স্থানে আশ্রয়ে’ রয়েছেন। ক্রমবর্ধমান অস্থিরতার মুখে নিজের পদত্যাগের দাবিকে উপেক্ষা করে সংবিধান রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।
ফরাসি সংবাদমাধ্যম আরএফআই-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যায় ফেসবুক লাইভে অজ্ঞাত স্থান থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজোয়েলিনা বলেন, “২৫ সেপ্টেম্বর থেকে আমার জীবননাশের চেষ্টা এবং সেনা অভ্যুত্থানের প্রচেষ্টা চলছে। একদল সেনা কর্মকর্তা ও রাজনীতিক আমাকে হত্যার পরিকল্পনা করেছিল।”
তার ঘনিষ্ঠ সূত্র আরএফআই-কে জানায়, রাজোয়েলিনা রবিবার ফ্রান্সের সেনাবাহিনীর একটি বিমানে করে দেশ ছেড়েছেন। তবে ভাষণে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেননি। ‘আমি জীবন বাঁচাতে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছি,’ বলেন তিনি।
কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে বিদ্যুৎ ও পানির তীব্র সংকট ঘিরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যা পরে সরকার ও প্রেসিডেন্টবিরোধী আন্দোলনে রূপ নেয়। তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জি আন্দোলনকারীরা রাজোয়েলিনার পদত্যাগ দাবি করে রাজপথে নেমে আসে।
তবে তিনি এসব দাবিকে উপেক্ষা করে বলেন, “এই সব সমস্যার একটাই সমাধান-বর্তমান সংবিধানকে শ্রদ্ধা করা। যদি আমরা তা না করি, দারিদ্র্য আরও বেড়ে যাবে।” রাজোয়েলিনা আরও বলেন, তিনি ‘সমাধান খুঁজে বের করার মিশনে’ আছেন।
‘জেনারেশন জি মাদাগাস্কার’-এর সদস্য এলিয়ট আরএফআই-কে বলেন, “তিনি স্পষ্টতই আলোচনার জন্য আগ্রহী নন। এমনকি জাতীয় সংলাপে অংশ নেবেন কি না, তাও নিশ্চিত নয়।”
তবে তিনি জানান, “আমরা বিক্ষোভ চালিয়ে যাব এবং জাতীয় সংলাপের মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব।”
রাজোয়েলিনা ২০০৯ সালে তৎকালীন প্রেসিডেন্ট মার্ক রাভালোমানানাকে ক্ষমতাচ্যুত করে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। এবার রাভালোমানানা বলেন, “সংবিধান মানা জরুরি হলেও বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সরকার পরিবর্তন প্রয়োজন। দেশে ক্ষমতার শূন্যতা তৈরি হয়েছে, সেটি স্বীকার করতে হবে।”
এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মাদাগাস্কারের অস্থিতিশীলতা নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। দেশের সংবিধান ও প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদাগাস্কারের স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ এর ওপরই নির্ভর করে,’ বলেন ম্যাক্রোঁ। সূত্র: আরএফআই
বিডি প্রতিদিন/একেএ