বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের ওপর অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের কথা বলার পর মঙ্গলবার চীন জানিয়েছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধে 'শেষ পর্যন্ত লড়াই' করতে প্রস্তুত।
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘শুল্ক যুদ্ধ ও বাণিজ্য যুদ্ধের বিষয়ে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে।’
তিনি বলেন, ‘আপনারা যদি লড়াই করতে চান, আমরা শেষ পর্যন্ত লড়াই করব; আপনারা যদি আলোচনা করতে চান, আমাদের দরজা খোলা থাকবে।’
সমস্ত চীনা পণ্যের ওপর ট্রাম্প অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরো খারাপ হবে বলে সপ্তাহের শেষে উদ্বেগ বেড়ে যায়।
তিনি বলেন, গত সপ্তাহে চীনের আধিপত্যে থাকা বিরল মৃত্তিকার কৌশলগত ক্ষেত্রে নতুন রফতানি নিয়ন্ত্রণ আরোপের বেইজিংয়ের ঘোষণার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শুক্রবার এই ঘোষণা বাজারে আলোড়ন তুলেছে এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শি জিনপিংয়ের সম্ভাব্য আসন্ন বৈঠক নিয়ে প্রশ্ন উঠেছে।
ট্রাম্পের বিবৃতিতে আরও বলা হয়েছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র পহেলা নভেম্বর থেকে ‘যেকোনো এবং সমস্ত গুরুত্বপূর্ণ সফ্টওয়্যারের ওপর’ রফতানি নিয়ন্ত্রণ আরোপ করবে।
বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন পুনরায় বলতে চায় যে বিরল মৃত্তিকা ও সংশ্লিষ্ট জিনিসপত্র সম্পর্কিত রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো আইন ও বিধি অনুসারে চীনের সরকারের রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে বৈধ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
মুখপাত্র আরো বলেন, একটি দায়িত্বশীল প্রধান শক্তি হিসেবে, চীন ধারাবাহিকভাবে ও দৃঢ়তার সঙ্গে নিজস্ব জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক যৌথ নিরাপত্তা রক্ষা করে চলেছে। -বাসস
বিডি-প্রতিদিন/শআ