চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভেজাল বিরোধী অভিযানে দুটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নগরের লালদীঘি এলাকায় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যার নেতত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
তিনি জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না এবং ফুটপাতে মালামাল রেখে চলাচলে ভোগান্তি সৃষ্টি করায় লালদীঘির পশ্চিম পাড়ের জালালাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার এবং কে সি দে রোডের ডেকচি বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কামাল