ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে এবং ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের শিক্ষকরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে ক্লাস বর্জন ও কালো ব্যাজ ধারণ করে কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
অবস্থান কর্মসূচিতে টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস, কম্পিউটার বিভাগের প্রভাষক বাবর আলী মেল্লা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আকতার রোজী, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল লস্কর, সমাজকর্ম বিভাগের প্রভাষক রাকিবুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
টুঙ্গিপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদ বলেন, ঢাকা কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। যদি শিক্ষকরা কর্মস্থলে নিরাপত্তাহীনতায় ভোগে তাহলে শিক্ষার্থীদের কিভাবে পাঠদান করাবেন! তাই ঢাকা কলেজে শিক্ষকদের উপর হামলার ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক শিক্ষকরা আরও কঠিন কর্মসূচি পালন করবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা কলেজ প্রাঙ্গণে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করে। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে এক পর্যায়ে টিচার্স লাউঞ্জে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন শিক্ষক আহত হন। পরে ঢাকা কলেজে ঘটে যাওয়া এ ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।
বিডি প্রতিদিন/জামশেদ