বলিউডের সবচেয়ে জনপ্রিয় তিন খান শাহরুখ খান, সালমান খান ও আমির খান প্রথমবারের মতো এক মঞ্চে আসছেন। দীর্ঘদিন ধরেই ভক্তদের প্রত্যাশা ছিলো এই তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা যাবে কোনো সিনেমা বা ইভেন্টে। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে সৌদি আরবের রিয়াদে।
আগামী ১৬ ও ১৭ অক্টোবর রিয়াদের বুলেভার্ড সিটি’র এসইএফ এরেনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনোদন সম্মেলন ‘জয় ফোরাম ২০২৫’। আর সেখানেই একসঙ্গে উপস্থিত থাকবেন তিন খান।
বিশেষ করে ১৭ অক্টোবরের সেশনে তারা অংশ নেবেন। নিজেদের দীর্ঘ অভিনয়জীবন, বলিউডের বর্তমান অবস্থা ও বিশ্ববিনোদন শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।
অনুষ্ঠানটি আয়োজন করছে সৌদি আরবের সরকারি প্রতিষ্ঠান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ)। জিইএ চেয়ারম্যান তুর্কি আলালশেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, সিনেমার সবচেয়ে বড় তারকারা এক জায়গায় আসছেন। ১৭ অক্টোবর জয় ফোরামে বক্তা হিসেবে যোগ দেবেন শাহরুখ খান, সালমান খান ও আমির খান।
এবারের জয় ফোরামে ৩০টিরও বেশি দেশের অতিথি অংশ নিচ্ছেন। তিন খানের পাশাপাশি উপস্থিত থাকবেন ইউটিউব তারকা মিস্টার বিস্ট, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান, ইউএফসি চ্যাম্পিয়ন জন জোনস, মার্কিন উদ্যোক্তা ডেমন্ড জন এবং বাস্কেটবল কিংবদন্তি শাকিল ও’নিল।
উল্লেখ্য, ২০১৯ সালে শাহরুখ খান একাই জয় ফোরামে অংশ নিয়েছিলেন। তখন তাঁর সঙ্গে জ্যাকি চ্যান ও জ্যঁ-ক্লদ ভ্যান ড্যামের সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
বিডি প্রতিদিন/নাজমুল