ঋষভ শেঠি পরিচালিত এবং অভিনীত ব্লকবাস্টার ছবি কান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিসেও বাজিমাত করে চলেছে। দ্বিতীয় সোমবার অর্থাৎ মুক্তির দ্বাদশ দিনে ছবিটির আয়ে কিছুটা নিম্নমুখী। তবে এরই মধ্যে সিনেমাটি ৪৫০ কোটি রুপির ঘর ছাড়িয়ে গেছে।
ট্রেড ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১২তম দিনে (দ্বিতীয় সোমবার) ‘কান্তারা চ্যাপ্টার ১’ ছবিটি সমস্ত ভাষা মিলিয়ে ১৩.৫০ কোটি টাকা আয় করেছে। এর ফলে, ছবিটির মোট অভ্যন্তরীণ আয় দাঁড়িয়েছে ৪৫১.৯০ কোটি টাকা।
প্রথম সপ্তাহে কান্তারা চ্যাপ্টার ১ আয় করেছিল ৩৩৭.৪ কোটি রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছিল ১০৮.৭৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে ১০৬.৯৫ কোটি টাকা।
ছবিটি ইতিমধ্যেই এই বছরে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবিগুলির মধ্যে সর্বোচ্চ আয়কারী হিসাবে স্থান করে নিয়েছে, ১২৫ কোটি টাকা আয় করা ‘সু ফ্রম সো’-কে ছাড়িয়ে গেছে।শুধু তাই নয়, রাম চরণের তেলেগু হিট গেম চেঞ্জার এবং সালমান খানের সিকান্দারের লাইফটাইম কালেকশনকেও ছাপিয়ে গেছে ঋষভ শেঠির এই ছবি।
৪০০ কোটির গণ্ডি পেরোনোর পর, ছবিটি সালার (৪০৬.৪৫ কোটি) এবং বাহুবলি- দ্য বিগিনিং (৪২০ কোটি)-এর ভারতীয় লাইফটাইম কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, দ্বিতীয় উইকেন্ডে ছবিটি দুর্দান্ত বৃদ্ধি দেখিয়েছে। ১৭-১৯ অক্টোবর দিওয়ালির রিলিজ আসার আগে আরও একটি মুক্ত উইকেন্ড পাচ্ছে ছবিটি, যা এর মোট কালেকশনকে আরও বাড়াতে সাহায্য করবে।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল