ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৬ জন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর, বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় “শাসন পরিবর্তনের” জন্য তার পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি যুক্তি দেন, অন্যথায় প্রেসিডেন্ড ভ্লাদিমির পুতিন প্রতিবেশীদের অস্থিতিশীল করে তুলবেন।
হেলসিঙ্কি চুক্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, আমি বিশ্বাস করি যে রাশিয়াকে এই যুদ্ধ বন্ধে বাধ্য করা সম্ভব। কিন্তু বিশ্ব যদি রাশিয়ায় শাসন পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ না করে, তাহলে যুদ্ধ শেষ হওয়ার পরেও মস্কো প্রতিবেশী দেশগুলোকে অস্থির করতে চেষ্টা চালিয়ে যাবে।
নিহতদের মধ্যে একজন ছিল মাত্র ছয় বছরের একটি শিশু। রাতভর চলা ওই হামলায় কিয়েভের পশ্চিমাঞ্চলে একটি নয়তলা আবাসিক ভবনের একটি অংশ ধসে পড়ে, যা ধ্বংসস্তূপে পরিণত হয়। এতে অন্তত ১৫০ জন আহত হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে রুশ সেনাবাহিনী দাবি করেছে, তারা পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর চাসিভ ইয়ার দখল করেছে—যে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে গত কয়েক মাস ধরে তুমুল লড়াই চলছিল।
গত কয়েক মাসে ইউক্রেনে প্রাণঘাতী আকাশ হামলা আরও জোরদার করেছে রাশিয়া। প্রায় সাড়ে তিন বছর ধরে চলমান এই আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের চাপকে উপেক্ষা করেই যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে মস্কো। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজিম