নোয়াখালীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন এস এম নিজাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন জসিম।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নোয়াখালীর নবাব কনভেনশন হলে জেলা কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
৩১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন এডভোকেট মো. সোহাগ। সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন এডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম আজাদ ও মো. মহসিন মানিক।
সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন এডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, এডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, এডভোকেট তাজ হোসেন সোহেল ও মাহাবুবের রহমান সোহেল। সাংগঠনিক সম্পাদক হয়েছেন যোবায়ের হোসেন ফয়সাল এবং সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ।
অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন— কোষাধ্যক্ষ হাসানের জামান, প্রচার সম্পাদক আজিম চৌধুরী, দপ্তর সম্পাদক মো. সজল জাহান, আইন বিষয়ক সম্পাদক মো. গোলাম কিবরিয়া টিপু, আন্তর্জাতিক সম্পাদক আলি আহাদ তানিব, মানবাধিকার সম্পাদক নাজমা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, পরিকল্পনা ও প্রশিক্ষণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং ধর্ম সম্পাদক মহিউদ্দিন আহমেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো. আব্দুল মতিন নবগঠিত কমিটির মেয়াদকাল এক বছর ঘোষণা করেন। তিনি কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, যুগ্ম আহ্বায়ক এডভোকেট এ বি এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ।
অনুষ্ঠানে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ফোরামের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল