কুমিল্লায় অস্ত্র, গুলি, ইয়াবা ও বিয়ারসহ দুই অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুইজনের মধ্যে একজনের বিরুদ্ধে ১৮টি এবং অপরজনের বিরুদ্ধে সাতটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের রিয়াদ হোসেন (২৯) ও মামুন মিয়া (২৯)। রিয়াদ হোসেন ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে, আর মামুন মিয়া মৃত মঞ্জিল মিয়ার ছেলে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে ভাটকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।
মেজর সাদমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে— তারা পাশের দেশ ভারত থেকে অস্ত্র ও মাদক এনে কুমিল্লার বিভিন্ন এলাকায় বিক্রি করতো। তাদের দখলে থাকা অস্ত্র ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতি ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
বিডি-প্রতিদিন/মাইনুল