ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার পরবর্তী দফা চলতি সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, আলোচনার জন্য প্রস্তুতি সম্পন্ন হলেই তারিখ জানানো হবে।
পেসকভ জানান, এই আলোচনায় বড় ধরনের অগ্রগতির আশা করছে না রাশিয়া। তার মতে, ইউক্রেন সংকট এতটাই জটিল যে, বন্দি বিনিময়ের মতো বিষয়েই আপাতত অগ্রগতি ধরা হচ্ছে।
তিনি বলেন, ২০২২ সালের একটি নিষেধাজ্ঞা এখনো ইউক্রেন প্রত্যাহার করেনি, যার ফলে প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কির সরাসরি আলোচনা এখনো সম্ভব নয়।
আলোচনার বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো বেশ জটিল। গত মাসে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনায় যেসব খসড়া প্রস্তাব আদান-প্রদান হয়েছে, তা নিয়েও আলোচনা প্রয়োজন হবে।
এদিকে সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও ভাষণে জানান, শান্তি আলোচনা আগামী বুধবার তুরস্কে অনুষ্ঠিত হবে।
এর আগে ১৬ মে এবং ২ জুন ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দুই দফা শান্তি আলোচনা হয়। সর্বশেষ আলোচনায় উভয় পক্ষ আরও বন্দি বিনিময়ে সম্মত হয়। এতে অগ্রাধিকার পায় সর্বাধিক আহত ও অপ্রাপ্তবয়স্ক বন্দিরা। পাশাপাশি উভয় পক্ষ তাদের ৬ হাজার করে নিহত সেনার মৃতদেহ ফেরত নিতে সম্মত হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল